ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

কানে যাচ্ছেন আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ৫, ২০২৩
কানে যাচ্ছেন আনুশকা আনুশকা শর্মা

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটতে যাচ্ছেন বলিউডের নায়িকা আনুশকা শর্মা। এর আগের বছর উৎসবে জুরি বোর্ডের সদস্য হিসেবে গিয়েছিলেন আরেক বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন।

এনডিটিভি জানিয়েছে, ভারতে ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনিন এক টুইটে তার সঙ্গে আনুশকা ও তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলির ছবি দিয়েছেন। জানিয়েছেন আনুশকার কান উৎসবে যাওয়ার কথা।

রাষ্ট্রদূত লেখেন, বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে দারুণ লেগেছে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা, তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।

আনুশকা ফরাসি প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েলের প্রচার দূত। ২০২২ সালে প্যারিসে এ প্রসাধনীর বিজ্ঞাপনের শুটিংও করেন তিনি।

‘রাব নে বানা দি জোড়ি’, ‘পিকে’, ‘সুলতান, ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার নায়িকা আনুশকা প্যারিসে তোলা ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।  

কান চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১৬ মে। উৎসবের পর্দা নামবে ২৭ মে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।