ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেমন চলছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
কেমন চলছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সালমান খান

ঈদে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি মুক্তির পরপরই দর্শক ও সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সালমানের দাপট বজায় রয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) মুক্তির চতুর্থ দিনে সিনেমাটি ১০ কোটি রুপির বেশি আয় করেছে।

মুক্তির প্রথম দিন ১৩ কোটি রুপি আয় করা ‘কিসি কা ভাই কিসি কি জান’ দ্বিতীয় দিন বক্স অফিসের দখল নিয়ে নেয়। শনিবার ২৫ কোটি এবং রোববার ২৬ কোটি রুপি আয় করে সিনেমাটি।

সোমবার ১০ কোটি আয় পেরিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৪ কোটি রুপি। এদিকে বিশ্বব্যাপী ৪ দিনে সিনেমাটির মোট আয় ১০০ কোটি ছাড়িয়েছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, চতুর্থ দিনে সিনেমাটির আয় অনেকটা নিম্নমুখী। মাল্টিপ্লেক্সে সিনেমাটির আয় কমেছে।

দর্শকমহলেও সালমানের সিনেমাটি নিয়ে নেগেটিভ রিভিউ বেশি লক্ষ্য করা যাচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এর ফলে সিনেমাটির বক্স অফিসে বিরুপ প্রভাব পড়তে পারে। পঞ্চম দিনের অগ্রিম বুকিংয়েও সেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।  

ফরহাদ সামজি নির্মিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও রয়েছেন শেহনাজ গিল, রাঘব জুয়াল, অভিমন্যু সিং, সিদ্ধার্থ নিগম, জ্যাসি গিল, পালাক তিওয়ারি, ভূমিকা চাওলা, জগপতি বাবুসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।