ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

মিস ইন্ডিয়া হলেন নন্দিনী গুপ্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
মিস ইন্ডিয়া হলেন নন্দিনী গুপ্ত থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং, নন্দিনী গুপ্ত ও শ্রেয়া পুঞ্জা

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন দেশটির রাজস্থানের নন্দিনী গুপ্ত। শনিবার (১৫ এপ্রিল) রাতে একটি জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় তাকে।

এই প্রতিযোগীতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্ত।

রাজস্থানের কোটা অঞ্চলের মেয়ে নন্দিনী বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন। এক সাক্ষাৎকারে নন্দিনী জানান, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়ের বেশির ভাগ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন।

নন্দিনী আরো জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার কাজ তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে।

ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩ এর ৫৯তম এই আয়োজনে পারফরম করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনীশ পাল এবং ভূমি পেডনাকার।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।