ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ ‘ইত্যাদি’তে নব্বই দশকের চার নায়কের আড্ডা  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ঈদ ‘ইত্যাদি’তে নব্বই দশকের চার নায়কের আড্ডা   শাহরিয়ার নাজিম জয়, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম ও মীর সাব্বির

বাংলাদেশ টিভি নাটকের স্বর্ণযুগের প্রভাবশালী নায়ক শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়। যারা এখনও নাটক-সিনেমায় অভিনয়ে-নির্মাণে নিজেদের নিয়মিত রেখেছেন।

এই চার নায়ক এবার একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন। তাদের আড্ডার আয়োজন করেছেন টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেত।

মূলত এবারের ঈদ ‘ইত্যাদি’তে চার নায়ককে ঘিরে ছন্দে-সুরে করা ব্যতিক্রমী আড্ডা দেখা যাবে। সদ্য শুটিং শেষ হওয়া এই আড্ডাও সংগীতশিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই গেয়েছেন! হানিফ সংকেত তাদের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করিয়েছেন।

পর্বটিতে শিল্পীদের কণ্ঠে ছিলো এই সময়ের একটি বিষয়কে নিয়ে আতংকের কথা। কিন্তু কি সেই আতংক, যার কারণে শিল্পীরাও ভীত হলেন! এই আতংকের কারণ জানা যাবে ঈদের পরদিন প্রচারিতব্য ঈদ ‘ইত্যাদি’তে।

এবারের ‘ইত্যাদি’তে অংশ নিয়েছেন আরেক টিভি নায়ক-নির্মাতা জাহিদ হাসানও। তবে তিনি সতীর্থদের সঙ্গে আড্ডা নিয়ে মুখোমুখি হয়েছেন দর্শকদের।

‘ইত্যাদি’র নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের আয়োজনে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারেও একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে দর্শক পর্বের জন্য ৬ জন দর্শক। মাত্র ১৫ সেকেন্ডের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে এই উপকরণ তৈরি করা হয়েছে বলে জানান হানিফ সংকেত।

হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলো ওপরে তুলে ধরেন তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত ভাগ্যবান চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন অভিনেতা জাহিদ হাসান। যিনি একাই দর্শকদের সঙ্গে চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।