ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

রহমতের নামে ডিজিটাল মামলার আবেদন শাকিব খানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
রহমতের নামে ডিজিটাল মামলার আবেদন শাকিব খানের রহমত ও শাকিব

ঢাকা: প্রযোজক রহমত উল্লাহর নামে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন চিত্রনায়ক শাকিব খান।

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে ১২ টা ৫০ মিনিটে আদালতে আসেন তিনি।

এদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং আদেশ পরে দেবেন বলে জানান।

এর আগে, বৃহস্পতিবার একই আদালতে তিনি মামলা করতে আসলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আজ (সোমবার) আসতে বলেন।

শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
কেআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।