ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

কোক স্টুডিও বাংলা

‘নাহুবো’, আবারো হাজং ভাষায় কোক স্টুডিও বাংলার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
‘নাহুবো’, আবারো হাজং ভাষায় কোক স্টুডিও বাংলার গান সোহানা রহমান ও অনিমেষ রায়

প্রথম সিজনের ‘নাসেক নাসেক’র পর কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনেও থাকছে হাজং ভাষার গান। এবারের গানের শিরোনাম ‘নাহুবো’।

যার বাংলা অর্থ ‘হবে না’।

গানটি লিখেছেন শিল্পী অনিমেষ রায় ও শিল্পী সোহানা রহমান। গানের সুরও করেছেন সায়ন্তন মাংসাং। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় গানটি প্রকাশ্যে আসে।  

এ বিষয়ে আরো জানা গেছে, গানে দুটি অংশ থাকছে। এর মধ্যে গানের হাজং ভাষার অংশ লিখেছেন অনিমেষ আর র‍্যাপ গানের অংশ লিখেছেন সোহানা। লেখার পাশাপাশি গানে কণ্ঠও দিয়েছেন তারা। গানে শিল্পী হিসেবে আরো আছেন সায়ন্তন মাংসাং, সাদুল ইসলাম, ইমরান আহমেদ।

২০২২ সালে কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে ‘নাসেক নাসেক’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান অনিমেষ। এবার দ্বিতীয় মৌসুমের একমাত্র গানে কণ্ঠ দেন তিনি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘মুড়ির টিন’ গানের মধ্য দিয়ে দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। আঞ্চলিক ভাষাকে সম্মান জানিয়ে ভাষার মাসে প্রকাশিত হয় গানটি। এতে কণ্ঠ দেন তিন শিল্পী পল্লব, তৌফিক আহমেদ ও রিয়াদ হাসান।

এরপর চলতি মাসে প্রকাশ করা হয় দ্বিতীয় গান ‘বনবিবি’। গানে কণ্ঠে দেন মেঘদলের শিবু কুমার শীল ও জোহরা বাউল।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।