ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন কৃষ্ণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
বিয়ে করলেন কৃষ্ণা চিরাগ বাটলিওয়ালা-কৃষ্ণা মুখার্জি

সাত পাকে বাঁধা পড়লেন ‘ইয়ে হ্যায় মহাব্বতে’ খ্যাত অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। ২০২২ সালেই দীর্ঘ দিনের প্রেমিক চিরাগের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী।

অবশেষে সোমবার (১৩ মার্চ) গোয়ায় সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে।

কৃষ্ণার বর চিরাগ বাটলিওয়ালা পেশায় ডেক অফিসার। গোয়ায় সমুদ্রের ধারে এক বিলাসবহুল রিসোর্টে বসেছিল তাদের বিয়ের আসর।  

জানা গেছে, বাঙালি রীতিতে বর-কনের বেশে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। লাল-সাদা পোশাক এবং মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেন কৃষ্ণা। লাল-সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টোপর পরে একেবারে বাঙালি নতুন বরের বেশে ধরা দেন অবাঙালি চিরাগ।  

বিয়ে সম্পন্ন হওয়ার পর সামাজিকমাধ্যমে বিয়ের আসর থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কৃষ্ণা। ছবির ক্যাপশনে লেখা, ‘একজন বাঙালি মেয়ে সারাজীবনের জন্য পার্সি ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলো’।

মেহেদি, সঙ্গীতের পর সোমবার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় কৃষ্ণার। সেখানে পরিবার সদস্যদের পাশাপাশি জেসমিন ভাসিন, আলি গোনি, শিরিন মির্জা, চারু মেহরা, অরিজিত তানেজার মতো অনেক টিভি তারকা হাজির ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩ 
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।