ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই জনপ্রিয় তামিল অভিনেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই জনপ্রিয় তামিল অভিনেতা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের জনপ্রিয় তামিল অভিনেতা বিশাল রেড্ডি। ফ্লোরে বসেছিলেন তিনি।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই দরজা ভেঙে ঢুকে পড়ে বিশাল একটি ট্রাক।  

পেছন থেকে আসায় ট্রাকটি দেখতে পাননি তিনি। কাছেই দাঁড়িয়ে থাকা একজন দৌড়ে এসে টেনে সরিয়ে নিলেন রেড্ডিকে, তাও একেবারে শেষমুহূর্তে।

এভাবেই অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রেড্ডি। নয়তো ট্রাকচাপায় পিষ্ট হয়ে যেতেন মুহূর্তেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও এখন ভাইরাল।  

টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন বিশাল রেড্ডি নিজেই। ভাগ্যকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “কয়েক সেকেন্ড এবং কয়েক ইঞ্চির মধ্যে আমার জীবন ফিরে পেয়েছি। সর্বশক্তিমানকে ধন্যবাদ। কয়েক ইঞ্চির মধ্যে জীবন ছিল। ”

 

Jus missed my life in a matter of few seconds and few inches, Thanks to the Almighty

Numb to this incident back on my feet and back to shoot, GB pic.twitter.com/bL7sbc9dOu

— Vishal (@VishalKOfficial) February 22, 2023

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার শুটিং সেটে এমন বড় দুর্ঘটনার শিকার হতে চলেছিলেন অভিনেতা বিশাল রেড্ডি। সম্প্রতি চেন্নাইয়ের একটি ফিল্ম সিটিতে ‘মার্ক অ্যান্টনি’ সিনেমার শুটিংয়ে ঘটে এ দুর্ঘটনা।  

সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটে বলে অনেকসময়ই স্টান্টম্যান ব্যবহার করা হয়। যেহেতু এই দৃশ্যটিতে তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না, তাই বডি স্টান্টম্যানের প্রয়োজনও তেমন হয়নি। সেখানেই যে এমন বিপর্যয় ঘটতে পারে কে জানত!

সিনেমার প্রযোজনা সংস্থা টুইট করে জানিয়েছে, এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ট্রাকটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল বা ঠিক কি ঘটেছিল সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তারা।

ধারণা করা হচ্ছে, অনভিজ্ঞ কাউকে দিয়ে ট্রাকটি চালানো হয়েছিলেন। সময়মতো তিনি ব্রেক কষতে পারেননি। ট্রাকটি সেটে তৈরি মঞ্চের সঙ্গে এসে ধাক্কা খায়।  

‘মার্ক অ্যান্টনি’র পরিচালনায় রয়েছেন অধিক রবিচন্দ্রন। বিশাল রেড্ডি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন এসজে সুরিয়া, সুনীল, ঋতু ভার্মা প্রমুখ। শিগগিরই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।