ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, এখন সম্পর্ক স্বাভাবিক: পূজা চেরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, এখন সম্পর্ক স্বাভাবিক: পূজা চেরি

হঠাৎই গত ২০ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পূজা চেরী।  

তিনি লেখেন, অল্প বয়সের কারণে একটি ভুল করে ফেলেন তিনি।

 

পূজার সেই স্ট্যাটাস তোলপাড় ফেলে সোশ্যাল মিডিয়া ও শোবিজ অঙ্গনে।

সেই স্ট্যাটাস দেওয়ার দুদিন পার হতেই জাজের সঙ্গে পূজার শীতল সম্পর্কের অবসান ঘটল।

এই অভিনেত্রী জানালেন, স্ট্যাটাস দেওয়ার পরপর ওই প্রযোজককে তিনি ফোন করেছিলেন। এর পর থেকেই প্রযোজক ও নায়িকার মধ্যে সম্পর্কের বরফ গলেছে।  

জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে জানালে পূজা নিজেই। গণমাধ্যমকে তিনি বললেন, যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারি। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।

এই তারা বলছে আবদুল আজিজ ও তার স্ত্রীর কথা বলেছেন পূজা।

বুধবার সন্ধ্যায় বইমেলায় স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে স্ট্যাটাস দেন আবদুল আজিজ। লেখেন, ‘আমার প্রিয়তমা ও “প্রিয়তমা, তোমাকে বলছি”-এর সঙ্গে। বইমেলা। ’ 

ওই স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দেন পূজা। মন্তব্যের ঘরেও ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দেন।

এর আগে গত দেড় বছরে এমনটা দেখা যায়নি। আজিজের কোনো পোস্টেই রিঅ্যাক্ট দিতে বা কমেন্ট করতে দেখা যায়নি পূজাকে।  

আজিজও নায়িকা পূজার পোস্ট, এক্টিভিটিগুলোয় নীরব ভূমিকায় থেকেছেন।

এদিকে সম্পর্কে জোড়া লাগায় ফের জাজের হয়ে দেখা যেতে পারে পূজা চেরীকে - এমনটাই ধারণা সিনেপ্রেমীদের।

সেই ইঙ্গিতও দিলেন পূজা। গলুই অভিনেত্রী বললেন,  ভালো কাজ দিয়ে ফিরতে হবে আমাকে। জাজের ঘরে ফিরেছি, এখন জাজের ছবিতেও কাজ করব। তাই বলে বাইরের ছবিতে কাজ না এমনটি নয়। এখন মাথায় একটা বিষয়ই ঢুকেছে, কাজ করতে হবে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় পূজার। এরপর জাজের হয়ে  ‘দহন, ‘প্রেম আমার টু, ‘নূর জাহান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কোনো এক দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় জাজের ছবিতে দেখা যায়নি পূজাকে। এবার এক স্ট্যাটাসেই সেই সম্পর্কে জোড়া লাগালেন পূজা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।