ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবে মা হচ্ছেন জানালেন মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
কবে মা হচ্ছেন জানালেন মাহি মাহিয়া মাহি

মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছিলেন মাহি নিজেই।

সেই সময় জানিয়েছিলেন, দুই মাসের অন্তঃসত্ত্বা তিনি।

সে হিসাবে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি। এখন খুব বেশি দিন নেই মা হতে যাওয়ার। এবার কবে মা হতে যাচ্ছেন সে কথা জানিয়েছেন এই নায়িকা।

অভিনেত্রী জানান, আড়াই মাস পর সন্তান ভূমিষ্ঠ হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

কয়েক মাস ধরে রাজনীতির সঙ্গে সক্রিয় মাহি। মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছেন এই অভিনেত্রী। আপাতত বৈবাহিক জীবনে প্রথম সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে শ্বশুরবাড়ি থেকে উত্তরায় নিজের মায়ের বাড়িতে উঠেছেন মাহি।

মা হতে যাওয়ার এই অনুভূতি যে মহা আনন্দের সেটাও স্পষ্ট হলো নায়িকার কথায়। তিনি বলেন, ভেতরে বাচ্চার শ্বাস-প্রশ্বাস যেন আমি টের পাচ্ছি। ওর অস্তিত্ব বুঝতে পারছি। এই আনন্দে যেন তর সইছে না। নতুন অতিথিকে স্বাগত জানাতে আমার মায়ের ও শ্বশুরবাড়িতে প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।