ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

বাংলাদেশে পাঠান সিনেমার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত কাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
বাংলাদেশে পাঠান সিনেমার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত কাল

বলিউডের মেগা তারকা শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত পাঠান সিনেমাটিকে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আনার চেষ্টা চলছে। সব ঠিকঠাক থাকলে ভারতের হলগুলোর পাশাপাশি বাংলাদেশের হলেও মুক্তি পেতে পারে নানা ঘটনায় আলোচিত সিনেমাটি।

বিষয়টি নিয়ে দেশের একটি প্রযোজনা সংস্থা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চিঠিটি পেয়েছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র। জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩ টায় পাঠানের মুক্তি নিয়ে তথ্য মন্ত্রণালয়ে বৈঠক আছে। সেখানেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কিনা। সিদ্ধান্ত হবে।

বৈঠক থেকে ইতিবাচক ফলাফল এলে সাফটা চুক্তির নীতিমালা অনুসারে ভারতে মুক্তির দুদিন পরে বাংলাদেশের হলেও পাঠান দেখা যেতে পারে। আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুক্তি পারে জন আব্রাহাম-ডিম্পল কাপাড়িয়া অভিনীত সিনেমাটি। বিশেষ একটি চরিত্রে থাকছেন টাইগার খ্যাত সালমান খান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।