ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাসর ঘরে বধূবেশে পূজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
বাসর ঘরে বধূবেশে পূজা পূজা চেরি

ঢাকাই সিনেমার এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

এরপর কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।

পূজা সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয়। মাধ্যমটিতে প্রায়ই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন। যেখানে বধূ সাজে বাসর ঘরে দেখা গেছে তাকে।

ছবিতে পূজাকে লাজুক হাসিতে দেখে মনে হচ্ছে জীবনের বিশেষ রাতটিতে প্রিয় মানুষের অপেক্ষায় বসে আছেন। ক্যাপশনে লেখেন, সকালের একটি ভালো চিন্তা আপনার সারাদিন বদলে দিতে পারে।  

এরপরই ক্যাপশনের জন্য জুড়ে দিয়েছেন দুটি লাল গোলাপের ইমো। অভিনেত্রীর ছবিগুলো সামাজিকমাধ্যমে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ।  

জানা গেছে, সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন পূজা। সেখানেই বাসর ঘরে বধূর সাজে অংশ নিয়েছেন তিনি। সেসব ছবিই এখন পোস্ট করছেন চিত্রনায়িকা।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।