ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো মা হলেন শার্লিন ফারজানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
আবারো মা হলেন শার্লিন ফারজানা শার্লিন ফারজানা

আবারো মা হয়েছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

শার্লিন জানান, তিনি ও তার সন্তান দুজনেই ভালো আছেন। সন্তানের নাম রেখেছেন ওয়াকিয়াহ রেহানা এহসান।

২০১৯ সাল থেকে অভিনয়ে নেই শার্লিন। চলতি বছরেই অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছিলেন, তবে সন্তানসম্ভাবনা থাকায় এই বছরও ফেরেননি।  

এর আগে ২০২০ সালে ১ নভেম্বর অভিনেত্রীর কোলজুড়ে এসেছিল প্রথম সন্তান ইয়াসিন এহসান।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে টিভি নাটকের শুটিংয়ের পর হঠাৎ করেই আড়ালে চলে যান অভিনেত্রী। সে বছরের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।  

২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন শার্লিন। তবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের অন্যতম চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।