ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেশের গানচিত্রে সাবেরী আলম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
দেশের গানচিত্রে সাবেরী আলম সাবেরি আলম

বিজয় দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী কোনালের কণ্ঠে প্রকাশ হচ্ছে ‘শুনেছি’ শিরোনামের একটি দেশের গান। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী মুহিন।

গানটির সঙ্গে সমন্বয় করে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন গুণী অভিনেত্রী সাবেরি আলম।

গানচিত্রে তিনি একজন মুক্তিযোদ্ধা ও একজন বীরাঙ্গনার সন্তান। যার বাবা ও মাকে কেউ মনে রাখেনি। মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান বলে তার কোন সন্মান নেই সমাজে। লোকেরা তাকে ও তার বাবা মাকে চিনে না।  

গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের আবেগ-অনুভূতির সঙ্গে মিশে আছে। ১৬ ডিসেম্বর যেমন আমাদের জন্য আনন্দের তেমনি বেদনারও। এ দিনটি মনে করিয়ে দেয় কীভাবে এ দেশ শত্রুমুক্ত হয়েছে। আমাদের সেই মুক্তিযুদ্ধের ও পরবর্তী সময়ের কিছু বিষয় আমার এ গানে তুলে ধরেছি। আমি বিশ্বাস করি গানটি যারা শুনবে তাদের মনে দাগ কাটবে।

জানা গেছে, গান ও তথ্যচিত্রটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।