ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্রাজিল জিতলে রাজ ইউরোপে, আর্জেন্টিনা জিতলে পরী যাবেন মেসির দেশে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
ব্রাজিল জিতলে রাজ ইউরোপে, আর্জেন্টিনা জিতলে পরী যাবেন মেসির দেশে! রাজ ও পরীমণি

এই সময়ের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি দুজনের মন এক সুতোয় বাঁধা থাকলেও চলমান বিশ্বকাপ ফুটবলে তারা দুজন সাপোর্ট করেন ভিন্ন দুটি দলকে। রাজের পছন্দের দল ব্রাজিল হলেও পরী পছন্দ করেন আর্জেন্টিনা।

নিজেদের পছন্দের দল জেতা নিয়ে পরষ্পরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ-পরী। শুক্রবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হোটেলে আড্ডা দেওয়ার সময় এ কথা জানান রাজ-পরী দম্পতি।

রাজ বলেন, ব্রাজিল এবার ওয়ার্ল্ডকাপ নিলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুরে যাবো। মূলত বিয়ের পর আমাদের বিদেশ ট্যুর হয়নি। এছাড়া দীর্ঘদিন ধরে ভেবেছি ইউরোপ যাবো, সেই ইচ্ছেও পূরণ হবে। বেস্ট খেললে যে কোনো দল জিতবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিল বিশ্বকাপ নিক।

ব্রাজিল ওয়ার্ল্ডকাপ নিলে ব্রাজিলে না গিয়ে ইউরোপ কেন যাওয়ার ইচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, ইচ্ছে ছিল ইউরোপেই যাবো। যদি না জেতে বাংলাদেশের যেকোনো স্থানে ঘুরতে যাবো।

পাশে পুত্রকে কোলে নিয়ে বসেছিলেন পরী। হাসি মুখে তিনি রাজকে ইঙ্গিত দিয়ে বলেন, আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাবো।

মূলত বন্দরনগরী চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের ষষ্ঠ শাখা চালু হয়েছে শুক্রবার। শহরের চকবাজারের বালি অর্কিড শপিং মলে ৩টি স্ক্রিনে ৪৮০ সিটের সিনেপ্লেক্স চালু হয়েছে।

শনিবার থেকে এখানে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রায়হান রাফি পরিচালিত এবং রাজ অভিনীত ‘দামাল’ চলবে। পরীকে নিয়ে নতুন সিনেপ্লেক্সে ‘দামাল’ উপভোগ করার জন্যই চট্টগ্রামে এসেছেন রাজ।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।