ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন

ধামরাইয়ে জয় পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ১৬, ২০২২
ধামরাইয়ে জয় পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রমিজুর রহমান

সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রমিজুর রহমান চৌধুরী জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

এর আগে, বুধবার (১৫ জুন) দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের ফলাফল বুথ থেকে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলাফলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম দ্বিতীয় সর্বোচ্চ ৬৯৩৪ ভোট পেয়েছেন। তার চেয়ে ১৮৫৯ ভোট বেশি পেয়েছেন বিএনপির বিদ্রোহী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রমিজুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ৮৭৯৩ ভোট।

এছাড়া অটোরিকশা মার্কায় এস এম তানভীর আহমেদ পেয়েছেন ৮২৮ ভোট, হাতপাখা প্রতীকের মো. নুরুজ্জামান ৩৮২ ভোট, ঘোড়া প্রতীকের মোহাম্মদ রবিউল করিম ৩০২ ভোট, আনারস প্রতীকে মো. আলীমুর রহমান ২০৯ ভোট ও মো. সোহেল হায়দার চৌধুরী কবীর মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪৬ ভোট।

ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, আমরা ফলাফল ঘোষণা করে দিয়েছি। রমিজুর রহমান রোমা বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

গত ১৫ মে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার এ ইউনিয়নে প্রথমবারের মতো সম্পূর্ণ ইভিএমে ভোটগ্রহণ হয়। এ ইউনিয়নে ২৪৬৯৩ জন ভোটার। এরমধ্যে পুরুষ ১২৩৫৮ জন, মহিলা ১২৩৩৫ জন। ৯টি ওয়ার্ডে মোট ১৩টি কেন্দ্রে ৫২টি বুথে ভোট গ্রহণ চলেছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১৬ জুন, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।