ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

নির্বাচন

রাঙ্গাবালীতে ভোটকেন্দ্রে গুলি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১ এএম, ডিসেম্বর ২৭, ২০২১
রাঙ্গাবালীতে ভোটকেন্দ্রে গুলি, নিহত ১ প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ওই ইউনিয়নের নয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে তিনি কার গুলিতে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে এখনও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মেম্বার প্রার্থী জিয়ার সমর্থক ছিলেন। নির্বাচনী পরবর্তী সময়ে ভোট গণনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান সোহাগ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি ওখানে ঝামেলা হয়েছে, তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা জানি না । আপনি অন্য ভাবে জানার চেষ্টা করুন। আমরা এখন নির্বাচনের ফলাফল নিয়ে ব্যস্ত আছি।

এ বিষয় জানতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে রাত দশটা পর্যন্ত যোগাযোগ করলেও তাদের পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেডএ

বাংলাদেশ সময়: ১০:৪১ এএম, ডিসেম্বর ২৭, ২০২১ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।