ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রংপুরের প্রথম আ. লীগ মনোনীত নারী চেয়ারম্যান হিমু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
রংপুরের প্রথম আ. লীগ মনোনীত নারী চেয়ারম্যান হিমু টেলিনা সরকার হিমু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন টেলিনা সরকার হিমু। শুধুমাত্র ঠাকুরগাঁওয়ের মধ্যেই নয়, রংপুর বিভাগের প্রথম আওয়ামী লীগ মনোনীত নারী চেয়ারম্যান তিনি।

এ বিষয়ে টেলিনা সরকার হিমু বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আমি জনগণের সুখে দুঃখে পাশে থাকব। আমি বিশ্বাস করি এ বিজয়ে নারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ও আমার দল শক্তিশালী হবে।

ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভানেত্রী দৌপ্রদী আগারওয়ালা বলেন, প্রথমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যিনি নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকেন। প্রধানমন্ত্রী চান নারীরাও দেশের উন্নয়নে এগিয়ে আসুক। সেই ধারাবাহিকতায় তিনি হিমুকে মনোনয়ন দিয়েছিলেন এবং আমরা বিশাল ব্যবধানে জয়লাভ করেছি।

তিনি বলেন, আমি মনে করছি এ বিজয় আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে ও দেশের উন্নয়নে নারীদের অগ্রযাত্রা আরও বাড়াবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।