ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন

মহেশপুরে ৬টিতে আ.লীগ, ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
মহেশপুরে ৬টিতে আ.লীগ, ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী 

ঝিনাইদহ: দ্বিতীয় ধাপে ঝিনাইদহ মহেশপুর উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ছয়জন ও ছয়জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

মহেশপুর উপজেলার নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মহেশপুরে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীরা হলেন- এসবিকে ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান (আনারস), ফতেপুর ইউনিয়নে গোলাম হায়দার নান্টু (মোটরসাইকেল), পান্তাপাড়া ইউনিয়নে মাজহারুল ইসলাম স্বপন (আনারস), স্বরুপপুর ইউনিয়নে মো. মিজানুর রহমান (নৌকা), শ্যামকুড় ইউনিয়নে জামিরুল হক (মোটরসাইকেল), নেপা ইউনিয়নে সামছুল হক মৃধা (নৌকা), কাজীরবেড় ইউনিয়নে ইয়ানবী (তালা), বাঁশবাড়ীয়া ইউনিয়নে নাজমুল হুদা জিন্টু (চশমা), যাদবপুর ইউনিয়নে সালাউদ্দিন (নৌকা), নাটিমা ইউনিয়নে আবুল কাসেম মাস্টার (নৌকা), মান্দারবাড়ীয়া ইউনিয়নে আমিনুর রহমান (নৌকা) ও আজমপুর ইউনিয়নে শাহাজান আলী (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।