ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন

ছাগলনাইয়ায় মেয়র হলেন আ. লীগ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
ছাগলনাইয়ায় মেয়র হলেন আ. লীগ প্রার্থী মোহাম্মদ মোস্তফা

ফেনী: ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) মোহাম্মদ মোস্তফা ১৪ হাজার ১৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী কম্পিউটার প্রতীকের নুর মোহাম্মদ জাকের হায়দার পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট।

মঙ্গলবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাসির উদ্দিন পাটওয়ারী।

এ দিন রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণাকালে নাসির উদ্দিন জানান, এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছেন।

তিনি জানান, সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আবদুল লতিফ বাহার, ২নং ওয়ার্ডে মেহেদী হাসান চৌধুরী শিমুল, ৩নং ওয়ার্ডে কাজী নুরুল আলম ৭০৮ ভোট, ৪নং ওয়ার্ডে নাছির উল্যাহ ভূঁইয়া রিন্টু, ৫নং ওয়ার্ডে মোজাহারুল ইসলাম মুছা, ৬নং ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার, ৭নং ওয়ার্ডে সহিদ উল্যাহ মজুমদার, ৮নং ওয়ার্ডে আবদুল মোমিন চৌধুরী ও ৯নং ওয়ার্ডে মুন্সী নুর হোসেন বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত, মোট ভোটার ৩৫ হাজার ৬শ ৫৯জন। ১৩টি ভোট কেন্দ্রে গ্রহণ করা হয়েছে ১৬ হাজার ৫শ’ ৯৬টি ভোট।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এসএইচডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।