ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রূপগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
রূপগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন ভোটারদের ছবি তুলে ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা) রকিবউদ্দিন মণ্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত  জেলা প্রশাসক জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে যে সব নাগরিক ১৮ বছরে পা দিয়েছেন তাদের জাতীয় পরিচত্রপত্র নিয়ে নাগরিক সুবিধা গ্রহণের আহবান জানান ইসি সচিব হেলালউদ্দিন আহমদ।

তথ্য দিতে কেউ অনিয়ম করবেন না বলে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।