ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

’৭১ পরবর্তী নির্বাচনের ভোটার তালিকা চেয়েছে আইসিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
’৭১ পরবর্তী নির্বাচনের ভোটার তালিকা চেয়েছে আইসিটি

ঢাকা: ১৯৭১ সাল থেকে পরবর্তী সকল সংসদ নির্বাচনের ভোটার তালিকা পাঠাতে নির্বাচন কমিশনকে (ইসি) তাগিদ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। এ ক্ষেত্রে পিরোজপুরের ভোটার তালিকা দিতে বলেছে ট্রাইব্যুনাল।

আইসিটির নির্দেশনার পর সম্প্রতি পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত একটি আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। এতে অনতিবিলম্বে মতামত দিতে বলা হয়েছে।



ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, ১৯৭১ সাল থেকে মহান জাতীয় সংসদের সকল নির্বাচন অনুষ্ঠানের জন্য পৃথক পৃথকভাবে প্রস্তুতকৃত ব্যবহৃত ভোটার তালিকা যদি আপনার কার্যালয়ে রক্ষিত থাকে, সে বিষয়ে অনতিবিলম্বে এ সচিবালয়ে তথ্যসহ মতামত প্রেরণের অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।