ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কালিয়ার পেড়লীতে স্বতন্ত্র ও পাঁচগ্রামে আ’লীগ জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
কালিয়ার পেড়লীতে স্বতন্ত্র ও পাঁচগ্রামে আ’লীগ জয়ী

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জারজিদ মোল্যা (ঘোড়া) জয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ৪ হাজার ৯’শ ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন ইকবাল  (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৩’শ ৩৯ ভোট।

অপরদিকে পাঁচগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল হক মোল্যা (নৌকা) ২ হাজার ৩’শ ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম সাইফুজ্জামান পেয়েছেন এক হাজার ভোট।

কালিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা জসিম উদ্দিন জারজিদ মোল্যা ও জহুরুল হক মোল্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।