ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বরিশালের ৬ পৌরসভায়ই আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বরিশালের ৬ পৌরসভায়ই আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

বরিশাল: বরিশাল জেলার ৬টি পৌরসভায়ই আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বরিশালের বাকেরগঞ্জ, গৌরনদী, মুলাদী, বানারীপাড়া, উজিরপুর ও মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।


 
বাকেরগঞ্জ: বাকেরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. লোকমান হোসেন ডাকুয়া নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী  মো. লোকমান হোসেন ডাকুয়া পেয়েছেন ৭ হাজার ২২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী  মো. হেমায়েত উদ্দিন হাওলাদার (হাত পাখা) ১ হাজার ২১৮ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল হালিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌরনদী: গৌরনদীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হারিছুর রহমান মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী মো. হারিছুর রহমান (নৌকা) পেয়েছেন ১৮ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সফিকুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৭৭৬ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী।

মুলাদী: মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিক উজ্জামান নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী মো. শফিক উজ্জামান (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আসাদ মাহমুদ (ধানের শীষ) পেয়েছেন ৫৯৬ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক এ খবর নিশ্চিত করেছেন।

বানারীপাড়া: বানারীপাড়ায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সুভাষ চন্দ্র শীল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছে।

রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, বানারীপাড়ায় আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীল (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. গোলাম মাহামুদ (ধানের শীষ) পেয়েছেন ৪৪৩ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

উজিরপুর: উজিরপুরে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শহীদুল ইসলাম খান (ধানের শীষ) ২ হাজার ৩৬০ ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ঝুমুর বালা।


মেহেন্দীগঞ্জ: মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন খান (নৌকা) পেয়েছেন ১২ হাজার ২০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন খোকন গাজী (হাত পাখা) ১ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তাজিম উর রহমান।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।