ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ফেনী পৌরসভায় বিএনপি প্রার্থীর আপিল খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ফেনী পৌরসভায় বিএনপি প্রার্থীর আপিল খারিজ

ফেনী: ফেনী পৌরসভায় বিএনপি মনোনীত এক মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. এনামুল হক এ আপিল খারিজ করেন।



৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফেনী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় তথ্য গোপন ও ফেনী পৌরসভার একটি ইজারার অডিট নিষ্পত্তি না হওয়ায় ৫ ডিসেম্বর তার প্রার্থিতা বাতিল করে কমিশন।

৭ ডিসেম্বর বিএনপি প্রার্থী ফজলুর রহমান বকুলের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের। আপিল আবেদন দাখিলের দুইদিন পর ৯ ডিসেম্বর তার এ আপিল খারিজ করে দেন রিটার্নিং অফিসার।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।