ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সিরাজগঞ্জে ৩ মেয়রসহ ২৩ জনের মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
সিরাজগঞ্জে ৩ মেয়রসহ ২৩ জনের মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয় পৌরসভায় মেয়র পদে তিন, সাধারণ কাউন্সিলর পদে ২০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ঋণখেলাপি, ভোটার তালিকায় স্বাক্ষরের গড়মিল ও জন্ম তারিখ গড়মিলের কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়।



মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন-সিরাজগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী শামছুজ্জামান আলো,  উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়সাল কাদির রুমি এবং শাহজাদপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে সিরাজগঞ্জে চার উল্লাপাড়ায় আট শাহজাদপুরে ছয়, বেলকুচি ও কাজিপুরে একজন করে, উল্লাপাড়ায় সাধারণ কাউন্সিলর দুই এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই এবং শাহজাদপুরে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার, কাজিপুরের ইউএনও শাফিউল ইসলাম, বেলকুচি ইউএনও সাইফুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম এসব তথ্য বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।