ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

নওগাঁয় ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
নওগাঁয় ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় দু’টি পৌরসভায় দুই মেয়র ও ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার পর এ তথ্য জানা গেছে।


 
জেলা রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আসগর আলী ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর মনোনয়নপত্রে ত্রুটি ও অসম্পূর্ণ থাকায় বাতিল করা হয়েছে।  
 
এছাড়া, নওগাঁ সদর পৌরসভার ১৩ জন কাউন্সিলর, দুই জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং নজিপুর পৌরসভায় একজন কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে।
 
যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিল করতে পারবে বলে জানান রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।