ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নির্বাচন সুষ্ঠু হবে না বলে মিথ্যাচার করছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
নির্বাচন সুষ্ঠু হবে না বলে মিথ্যাচার করছে বিএনপি

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সব নির্বাচনের আগেই নির্বাচন সুষ্ঠু হবে না বলে নানা ধরনের মিথ্যাচার এবং সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপি।

পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার বাসায় এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উদাহরণ দিয়ে হানিফ বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন বিকেলেও ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিল বিএনপি। কিন্তু ভোট গণনার পরে যখন বিএনপি জিতলো, তখন তারা বললো ভোট সুষ্ঠু হয়েছে। মিথ্যাচার করা বিএনপির পুরনো অভ্যাস। ফলে এটা আমলে নেওয়ার কিছু নেই।

বিএনপির সামনে এখন সরকারের বিরুদ্ধে বলা বা অভিযোগ করার কিছুই নেই। সেই কারণে তারা নির্বাচনকে সামনে নিয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণ ও ভোটারদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।  

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।