ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ময়মনসিংহে আ’লীগের ৯ মেয়র প্রার্থী চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ময়মনসিংহে আ’লীগের ৯ মেয়র প্রার্থী চূড়ান্ত

ময়মনসিংহ: ময়মনসিংহের ৯ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এতে তিন পৌরসভায় মনোনয়ন পাননি দলীয় ৩ বর্তমান মেয়র।

৫ পৌরসভায় বর্তমান মেয়ররাই মনোনয়ন পেয়েছেন।

ত্রিশাল পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান মেয়র এ বি এম আনিসুজ্জামান। এবার মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার।

গফরগাঁও পৌরসভা নির্বাচনেও এবার মনোনয়ন পাননি বর্তমান মেয়র কায়সার আহমেদ। জেলা আওয়ামী লীগের নির্বাচনী বোর্ডের সুপারিশে এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন গত নির্বাচনে সামান্য ভোটে হেরে যাওয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম ইকবাল হোসেন সুমন।

ফুলপুর পৌরসভার বর্তমান মেয়র মো. শাহাজাহানের বদলে উপজেলা যুবলীগ সভাপতি শশধর সেনকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রস্তাব করে জেলা আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড। কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন দেয় শশধর সেনকেই।

নান্দাইলে রফিক উদ্দিন ভুঞা দলীয় মনোনয়ন পেলেও জেলা আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড সুপারিশ করেছিল এ বি এম জহিরুল হককে।  

গৌরীপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম। ঈশ্বরগঞ্জ, ভালুকা, মুক্তাগাছা ও ফুলবাড়িয়ায়ও দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়ররাই। তারা হলেন- ঈশ্বরগঞ্জে হাবিবুর রহমান, ভালুকায় মেজবাহ উদ্দিন কাইয়ুম, মুক্তাগাছায় আব্দুল হাই আকন্দ এবং ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া।

বাংলাদেশ সময় ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।