ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

সৈয়দপুর পৌর নির্বাচনে জাপার প্রার্থী জয়নাল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সৈয়দপুর পৌর নির্বাচনে জাপার প্রার্থী জয়নাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে পৌর জাতীয় পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
 
রোববার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষে জয়নাল আবেদীনকে মনোনয়ন দেন।



সোমবার (৩০ নভেম্বর) জয়নাল আবেদীন বিমানযোগে  সৈয়দপুরে আসেন। এ সময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে প্রার্থীকে নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা শহরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।