ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ধুনটে আ’লীগের একক প্রার্থীর নাম প্রস্তাব

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ধুনটে আ’লীগের একক প্রার্থীর নাম প্রস্তাব

ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভায় মেয়র পদে নির্বাচনে একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের নাম প্রস্তাব করেছে দলটির জেলা কমিটি।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি আশেকুর রশিদ হেলাল এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান কাউন্সিলর আল-আমিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু আবেদন করেন।

 

তিনি আরও জানান, রোববার (২৯ নভেম্বর) দুপুরের দিকে মেয়র প্রার্থীদের আবেদনপত্র বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির কাছে পৌঁছানো হয়।

সেখানে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সংশ্লিষ্ট উপজেলা ও পৌর  আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েক দফা বৈঠক শেষে ধুনট উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে পাঠিয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

** জামায়াতকে স্বতন্ত্র হিসেবেও সুযোগ না দেওয়ার দাবি

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।