ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

খাগড়াছড়িতে আ.লীগের প্রার্থী শানে আলম, মাটিরাঙ্গায় শামছুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
খাগড়াছড়িতে আ.লীগের প্রার্থী শানে আলম, মাটিরাঙ্গায় শামছুল মো. শানে আলম ও মো. শামছুল হক

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলম।

এছাড়া মাটিরাঙ্গা পৌরসভায় মনোনয়ন পেয়েছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক।



রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বাসভবনে দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এই বিষয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা বাংলানিউজকে জানান, খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে ৪ জন এবং মাটিরাঙ্গা পৌরসভায় ৫ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।