ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন আওয়ামী লীগের চার প্রার্থী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন আওয়ামী লীগের চার প্রার্থী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের চার মেয়র প্রার্থী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তাকজিল খলিফা কাজল দলের অস্থায়ী কার্যালয় থেকে নির্ধারিত ফি জমা দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।



এর আগে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মো. নূরুল হক ভূইয়া, রুহুল আমীন খাদেম মোল্লা, মোবারক হোসেন রতন মেয়র পদ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।