ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্রীবরদীতে ৯ ইউপির ৭টিতে নৌকার পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
শ্রীবরদীতে ৯ ইউপির ৭টিতে নৌকার পরাজয়

শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ৯ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) স্বতন্ত্র ৪, বিএনপি নেতা ৩ ও আওয়ামী লীগ ২টিতে জয়লাভ করেছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচিতরা হলেন, রানীশিমুল ইউনিয়নে মো. আব্দুল হামিদ সোহাগ (স্বতন্ত্র), সিংগাবরুনা ইউনিয়নে মো. ফখরুজ্জামান (আওয়ামী লীগ), কাকিলাকুড়া ইউনিয়নে মো. হামিদুল্লাহ মিয়া (স্বতন্ত্র), তাতীহাটি ইউনিয়নে এডভোকেট আব্দুর রউফ মিয়া (বিএনপি নেতা), গোশাইপুর ইউনিয়নে মো. শাহ জামাল ইসলাম আশিক (আওয়ামী লীগ), শ্রীবরদী সদর ইউনিয়নে মো. ফরিদুজ্জামান (স্বতন্ত্র), ভেলুয়া ইউনিয়নে মো. আব্দুল ক‌রিম দুলাল (বিএনপি নেতা), কুড়িকাহনিয়া ইউনিয়নে মো. ফি‌রোজ খান নুন (বিএনপি নেতা), গড়জরিপা ইউনিয়নে মো. আব্দুল জলিল (স্বতন্ত্র)।

শ্রীবরদী উপজেলার ৯ ইউপিতে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এসএম আমিরুজ্জামান লেবু।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।