ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

রাঙামাটিতে আ.লীগের ভরাডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
রাঙামাটিতে আ.লীগের ভরাডুবি

রাঙামাটি: সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতে অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের ভরাডুবি হয়েছে।  নির্বাচনে ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

আ.লীগ মাত্র একটিতে বিজয়ী হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) এ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদে নির্বাচিতরা হচ্ছেন- রাঙামাটি সদরের বালুখালী ইউপিতে অমর কুমার চাকমা (আওয়ামী লীগ), জীবতলী ইউপিতে সুদত্ত কারবারি (স্বতন্ত্র), মগবান ইউপিতে পুস্প রঞ্জন চাকমা (স্বতন্ত্র), সাপছড়ি ইউপিতে প্রবীণ চাকমা (স্বতন্ত্র), বন্দুকভাঙ্গা ইউপিতে অমর চাকমা (স্বতন্ত্র) ও কুতুকছড়ি ইউপিতে কানন চাকমা (স্বতন্ত্র)। নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপিতে অমল কান্তি চাকমা (স্বতন্ত্র), নানিয়ারচর সদর ইউপিতে বাপ্পি চাকমা (স্বতন্ত্র), বুড়িঘাট ইউপিতে প্রমোদ খীসা (স্বতন্ত্র) এবং সাবেক্ষং ইউপিতে সুপন চাকমা (স্বতন্ত্র)।

রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ১০টি ইউনিয়নে মোট ৯০টি কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।