ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শাহরাস্তিতে ৫ ইউপিতে নৌকা, ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
শাহরাস্তিতে ৫ ইউপিতে নৌকা, ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

চাঁদপুর: চতুর্থ ধাপে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবং ৫ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ৯টায় বেসরকারিভাবে এসব প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম।

নির্বাচিতরা হলেন- আনারস প্রতীক নিয়ে টামটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, সূচীপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোস্তফা কামাল মজুমদার, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মাহতাব উদ্দিন হেলাল, রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আব্দুর রাজ্জাক, মেহের উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল ইসলাম, মেহের দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন, চিতশী পূর্ব ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলম বেলাল, চিতশী পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জুবায়েদ কবির বাহাদুর।

এ উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে দু’টি সূচীপাড়া উত্তর ও দক্ষিণ ইউনয়নে এবার প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হয়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।