ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জে পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
মানিকগঞ্জে পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রমজান আলী ৩১ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৩৪ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। এরপর বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো তথ্যানুযায়ী এ ফলাফল পাওয়া যায়।  

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রমজান আলী ২৯ হাজার ২৫১ ভোট বেশি পেয়েছেন। তথ্য অনুযায়ী তার বিজয়ের বিষয়টি নিশ্চিত হলেও এ ব্যাপারে সরকারি কোনো ঘোষণা এখনো আসেনি।

বিজয়ের খবরে মানিকগঞ্জ শহরে বিজয় মিছিল বের করে প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসময় তারা রমজান আলীর গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।