ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-৫: দশ কেন্দ্রে এগিয়ে আ. লীগের মনিরুল

দীপন নন্দী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
ঢাকা-৫: দশ কেন্দ্রে এগিয়ে আ. লীগের মনিরুল

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে: ঢাকা-৫ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা৷ এখন পর্যন্ত দশ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু৷ তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদের চেয়ে  দশটি কেন্দ্রের ফলাফলে এক হাজার ৬১৪ ভোটে এগিয়ে আছেন৷

শনিবার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকেল ৫টা চলে টানা ভোটগ্রহণ৷ ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

সারাদিনই ভোটকেন্দ্রে ভোটারদের অনুপস্থিতি ছিল নজরে পড়ার মতো৷ ঘোষিত দশ কেন্দ্রে শতকরা শূন্য দশমিক ৪৬ ভোট পড়েছে৷

রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ঢাকা-৫ উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে৷ নির্বাচনী ফলাফল ঘোষণা করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান৷

এখন পর্যন্ত ঘোষিত দশ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু (নৌকা) পেয়েছেন এক হাজার ৮৬৬ ভোট৷ আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ (ধানের শীষ) পেয়েছেন ২৫২ ভোট৷

অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (জাপা) মীর আব্দুস সবুর (লাঙ্গল) পেয়েছেন ৩০ ভোট, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার (ডাব) পেয়েছেন চার ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান সুমন মাস্টার (আম) পেয়েছেন ১০ ভোট৷

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে ফলাফলকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন৷

গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫  আসন গঠিত। এখানে ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার মিলিয়ে মোট ভোটার আছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।