ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুলকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান তপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
সুলকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান তপন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্বপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নূরে আলম সিদ্দিকী তপন নৌকা প্রতীকে চার হাজার ৯১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সুলকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মঞ্জুরুল হক এ ফলাফল ঘোষণা করেন।

নূরে আলম সিদ্দিকী তপনের নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী রমজান আলী ঘোড়া প্রতীকে ৩ হাজার ৫২৭ ভোট পেয়েছেন। অপর প্রার্থী মোহন মিয়া বাচ্ছু মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫০০ ও তোফায়েল আহমদ লিটন আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫০০ ভোট।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।