ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধার সাহাপাড়া ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
গাইবান্ধার সাহাপাড়া ইউপির উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী মো. গোলাম মওলা

গাইবান্ধা: গাইবান্ধা উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মওলা।  

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

গোলাম মওলা চশমা প্রতীকে তিন হাজার ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী মো. রেকায়েতুল ইসলাম (নৌকা) পেয়েছেন তিন হাজার ৫১৪ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান সরকার পেয়েছেন তিন হাজার ৩৬৬ ভোট; বিএনপি প্রার্থী মো. সাজ্জাদুর রহমান এক হাজার ৬৬৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. রেজওয়ান সরকার ৪০৪ ভোট ও জাসদ প্রার্থী মো. মোস্তফা শেখ ৬৪ ভোট পেয়েছেন।  

গত বছরের ২১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।