ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মুকসুদপুরে ইউপি উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
মুকসুদপুরে ইউপি উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন পত্র দাখিল করেছেন তিন প্রার্থী, ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।  

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিভা মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থী মিহীর কান্তি রায় ও শেফালী হালদার।

 

মনোনন পত্র দাখিলের শেষ দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন পত্র জমা দেন।  

মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দীন জানান, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনজন প্রার্থী। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২০ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।  

উল্লেখ্য, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল বৈরাগীর মৃত্যুতে এ পদটি খালি হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।