ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আপিলেও টিকলো না জাপার মেয়র প্রার্থীর মনোনয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
আপিলেও টিকলো না জাপার মেয়র প্রার্থীর মনোনয়ন জি এম কামরুল ইসলাম। ফাইল ফটো

ঢাকা: আপিলেও বাতিল হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র।

সোমবার (৬ জানুয়ারি) সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা।

তিনি বলেন, জি এম কামরুল ইসলাম মিরপুর ডিওএইচএসের ভোটার।

এটি সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়। ডিওএইচএস ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে পরিচালিত হয়। সেজন্য স্থানীয় সরকার নির্বাচনের নিয়ম অনুযায়ী তিনি প্রার্থী হতে পারবেন না।

এর আগে, গত ২ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে যাচাই-বাছাই শেষে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানান, জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে জি এম কামরুল ছাড়া আরও ছয়জন মনোনয়নপত্র জমা দেন। তাদের সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ডিএনসিসিতে মেয়র পদে অপর ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিবির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসুদ ও এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
ডিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।