ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাংবাদিকদের কেন্দ্র থেকে চলে যেতে বললেন প্রার্থী নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
সাংবাদিকদের কেন্দ্র থেকে চলে যেতে বললেন প্রার্থী নাঈম সদস্য প্রার্থী কাজী মো. আবু নাঈম। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর গালিয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলাসহ হুমকি দিয়েছেন সদস্য (মেম্বার) প্রার্থী কাজী মো. আবু নাঈম। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে জংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবু নাঈম।

নাহলে সমস্যা হবে বলে হুমকিও দেন তিনি। এসময় কেন্দ্রে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা এ প্রার্থীকেই কেন্দ্র থেকে বের করে দেন।

আরও পড়ুন> কুমিল্লায় ভোট শুরুর আগেই গুলিতে আহত ৭

কাজী আবু নাঈম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর গালিয়ারা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা। তিনি আপেল প্রতীকে নির্বাচন করছেন।

এদিকে, ভোট শুরুর আগেই সকালে উপজেলার শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দু’পক্ষের গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়া, যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের চার নম্বর বুথের সব ভোটারদের সকাল ৯টার আগে কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।