ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কাঞ্চন পৌরসভায় মেয়র হলেন নৌকার রফিকুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
কাঞ্চন পৌরসভায় মেয়র হলেন নৌকার রফিকুল জয়ী মেয়রের উল্লাস, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিক ১৬ হাজার ৫৮০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনের ১৭টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রফিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা।

তিনি পেয়েছেন ছয় হাজার ৬৪৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান ভূঁইয়া পেয়েছেন ৭৩৮ ভোট ও অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন পেয়েছেন দুই হাজার ৫৭২ ভোট।

রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৩৫ হাজার ৬৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৮৫ আর নারী ১৭ হাজার ৫০০ জন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।