ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাথরঘাটার ৩ ইউপিতে চলছে ভোট

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
পাথরঘাটার ৩ ইউপিতে চলছে ভোট

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনটি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ভোট।

নির্বাচনী ওয়ার্ডের মধ্যে রয়েছে পাথরঘাটা সদর ইউপির ২ নম্বর, নাচনাপাড়া ইউপির ৯ নম্বর ও কালমেঘা ইউপির ৫ নম্বর ওয়ার্ড।  

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তিন তিন ইউনিয়নে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।  

রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মো. আইউব আলী হাওলাদার বাংলানিউজকে বলেন, এ নির্বাচনে তিনটি ওয়ার্ডে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে মোতায়েন রাখা আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

কালমেঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিদেশে গমন, নাচনাপাড়া ইউপির ৯ নম্বর ওযার্ডের সদস্য মৃত্যুবরণ এবং সদর পাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ওই তিনটি ওয়ার্ড শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।