ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

দিনাজপুরে ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
দিনাজপুরে ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

দিনাজপুর: দিনাজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। জেলার ১৩টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ১০টি উপজেলায় দ্বিতীয় দফায় আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচিতরা হলেন- পার্বতীপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাফে খন্দকার শাহেন শাহ ও হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।  

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ঘোড়াঘাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এবং হাকিমপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় নেতা কামাল হোসেন রাজের মনোনয়নপত্র বাতিল হওয়া ও পার্বতীপুর উপজেলায় জাতীয় পার্টির আব্দুল গফুর মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ওই তিন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।