ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন: মানিকগঞ্জে ১১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
উপজেলা নির্বাচন: মানিকগঞ্জে ১১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

মানিকগঞ্জ: উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা এ মনোয়নপত্র দাখিল করেন।  

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসরাফিল হোসেন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান (স্বতন্ত্র), জাকির পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী।

এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা খন্দকার লিয়াকত হোসেন, জাসদের আফজাল হোসেন খান জকি, জাকের পার্টির শাহজাহান কবীর,  আব্দুল আলিম খান মনোয়ার (স্বতন্ত্র), ফিরোজ আলম বাবু (স্বতন্ত্র), বেনজির আহমেদ (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুল ইসলাম রাজা, বর্তমান চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেলক হক তোজা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও আমিনুর রহমান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজানুর রহমান জানু ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ ফটো ও বর্তমান চেয়ারম্যান বসির উদ্দিন ঠাণ্ডু (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুর রহমান, জাকের পার্টির একেএম সায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান (স্বতন্ত্র), লুৎফর রহমান (স্বতন্ত্র) ও ওবায়দুর রহমান (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেওয়ান সাইদুর রহমান, সেলিম মোল্লা (স্বতন্ত্র) ও আলী হায়দার (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।