ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা সিটি ভোট: আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ঢাকা সিটি ভোট: আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক সোমবার ডিএনসিসি

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ২০টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ডের নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠেয় বিভিন্ন বাহিনীর সঙ্গে এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, মহা পুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিজিবি, র‌্যাব, আনসার, এনএসআইসহ সংশ্লিষ্ট সব সংস্থা, দফতর ও বিভাগের প্রধানদের নির্দেশনা দিয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।