ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাইবেরিয়া থেকে আমেরিকা, কেউ ভোট প্রত্যাখ্যান করেনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
সাইবেরিয়া থেকে আমেরিকা, কেউ ভোট প্রত্যাখ্যান করেনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

ঢাকা: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোনো দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেনি। এমনকি নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মন্তব্য করেনি। এটি ইসি সচিবালয়সহ সংশ্লিষ্ট সবার সফলতা।

সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) বিকেলে ইসি সচিবালয় আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে সিইসি এমন মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটা কাজ।

আমি বারবার বলেছি, এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, এটি সারা বিশ্বের জন্য। নির্বাচন যখন শেষ হলো তারপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কমিউনিটি (সম্প্রদায়) থেকে আমাদের এ নির্বাচনের ব্যাপারে তারা কমেন্ট করেছে। তারা তাদের অভিমত ব্যক্ত করেছে। এ নির্বাচনকে তারা সফল নির্বাচন হিসেবে উল্লেখ করেছে। নির্বাচন কেউ প্রত্যাখ্যান করেনি। ’

সিইসি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। সেখান থেকে শীতের হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে আমাদের কাছে এখানে চলে এসেছে। কী আসেনি? এসেছে?’
 
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উত্তর, ‘হ্যাঁ’।
 
উপস্থিতির উদ্দেশে সিইসির পুনরায় প্রশ্ন- ‘সেটা কেমন করে হলো? পৃথিবীর কোনো দেশ, কোনো সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলেছে?’
 
উপস্থিতির সমস্বরে উত্তর- ‘না’।
 
কেএম নূরুল হুদা ব্যাখা দিয়ে তখন বলেন, ‘কারণ, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সবার সাফল্য। ’
 
ইসি সচিব হেলালুদ্দীন আহমদের প্রসংশা করে সিইসি আরো বলেন, ‘ইলেকশন কমিশনের সুযোগ্য সচিব, দক্ষ সচিব, সিক্ত সচিব, যার দক্ষ নেতৃত্বে এতো বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন হলো। ’
 
এ সময় চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।