ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুড়িগ্রামের ৩টিতে নৌকা, একটিতে লাঙল বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
কুড়িগ্রামের ৩টিতে নৌকা, একটিতে লাঙল বিজয়ী কুড়িগ্রামের ৩টিতে নৌকা, একটিতে লাঙল বিজয়ী

কুড়িগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি আসনে ৩টিতে নৌকা ও ১টিতে মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে আসনের উপজেলা ওয়ারী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এরমধ্যে কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী উপজেলা) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসলাম হোসেন সওদাগড় নৌকা প্রতীক ১ লাখ ২২ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটগত প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা ধানের শীষ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৩৫ ভোট।

কুড়িগ্রাম-২ আসনে (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) মহাজোট মনোনীত প্রার্থী পনির উদ্দির আহম্মেদ লাঙল প্রতীক ২ লাখ ২৯ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের গণফোরাম মনোনীত প্রার্থী আ ম সা আ আমিন ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১৪৬ ভোট।

কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর উপজেলা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক এম এ মতিন নৌকা প্রতীক ১ লাখ ৩২ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী তাসভিরুল ইসলাম ধানের শীষ প্রতীক পেয়েছেন ৭০ হাজার ৪২৪ ভোট।

কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন নৌকা প্রতীক ১ লাখ ৬২ হাজার ৩৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন ৫৫ হাজার ১৮৯ ভোট।

কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৬৯৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ২ জন। চরাঞ্চলের ১শ কেন্দ্রসহ ৩৭৭টি কেন্দ্র গুরুত্বপুর্ণ বিবেচনায় সে কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলার বিশেষ ব্যবস্থা গ্রহণ করে জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের ৪০ জন প্রার্থী।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এফইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।